উমরাহ কীভাবে করবেন (ব্যাপক অর্থবোধক দোয়া সংযোজিত)
- ১৬ মে, ২০২৩ @ ১২:০০ এএম
বাইতুল্লাহর যিয়ারত ও রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মাকবারার সামনে দাঁড়িয়ে সালাম নিবেদন প্রতিটি মুমিনের আরাধনার বিষয়। উমরাহর মাধ্যমে মুমিনেরা কাঙ্ক্ষিত এই স্বপ্ন সহজেই পূরণ করতে সক্ষম হন। বাজারে হজ বিষয়ক অনেক বই পাওয়া গেলেও শুধু উমরাহ সম্পর্কিত নির্ভরযোগ্য স্বতন্ত্র বই বাজারে নেই বললেই চলে। প্রখ্যাত আলেমে দীন, আলোচক শায়খ আহমাদুল্লাহ সেই শূন্যতা পূরণের জন্য লিখেছেন নতুন পুস্তিকা—উমরাহ কীভাবে করবেন। আল্লাহর ঘরের মেহনানদের সুবিধার্থে বইটির শেষার্ধে হাদীস বর্ণিত ব্যাপক অর্থবোধক বেশ কিছু দোয়া অর্থ ও উচ্চারণসহ সংযোজন করা হয়েছে; যেন দোয়া কবুলের স্থানগুলোতে সহজে দোয়াগুলো নিবেদন করতে পারেন। এই বই পাঠের মাধ্যমে একজন মুসলিম উমরাহর পূর্ণাঙ্গ পদ্ধতি, যাবতীয় বিধি-নিষেধ ও ব্যাপক অর্থবোধক অনেকগুলো দোয়া সম্পর্কে সহজে অবগত হতে পারবেন।
বইটি প্রকাশিত হয়েছে
যেসব বিক্রয়কেন্দ্রে বইটি পাওয়া যাচ্ছেঃ
রকমারি, ওয়াফিলাইফ ও নাফিউন-সহ অন্যান্য অনলাইন ও অফলাইন বুকশপে পাওয়া যাচ্ছে।