রাসূলুল্লাহ (সা.) এর সকাল সন্ধ্যার দু’আ ও যিকর এবং দোয়ার কার্ড

 আস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বই 'রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সকাল-সন্ধ্যার দুয়া ও যিকর' এর প্রিন্টেড এবং সফট কপি উভয়টিই অফিসিয়াল। এই বইটি প্রথমে শুধু ফ্রিতে বিতরণের জন্য ছিলো। তবে বর্তমানে এটি অল্প মূল্যে বিভিন্ন লাইব্রেরিতেও পাওয়া যায়। একই সাথে বইটি ফ্রি তেও বিতরণ করা হচ্ছে এখনো। এর মধ্যে ফ্রি তে পিডিএফ ভার্সনটিও আস সুন্নাহ ফাউন্ডেশন থেকেই তৈরিকৃত এবং সরবারহকৃত।


বইটি সম্পর্কে কিছু তথ্য



  • রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)- এর সকাল-সন্ধ্যার দু'আ ও যিক্‌র বইটি সংকলন করেছেন শায়খ আহমাদুল্লাহ।

  • বইটির প্রকাশক আস-সুন্নাহ ফাউন্ডেশন।

  • প্রথম প্রকাশ মে, ২০১৯ ।

  • মূল্য (সফট কপি): ফ্রি বিতরণের জন্য।

  • পৃষ্ঠা সংখ্যা ৩৪।


বইটিতে কী কী থাকছে?



  • বইটিতে থাকছে যিক্‌রের গুরুত্ব।

  • যিক্‌র ও দু'আর সর্বোত্তম সময়।

  • সকাল ও সন্ধ্যার দু'আ কখন করতে হবে তা।

  • অন্য যেকোনো কাজে ফাঁকে দু'আ করা যাবে কী না তার উত্তর।

  • ওযু ছাড়া দু'আ এবং যিকর করার বিধান কী তার উত্তর।

  • মাসিক ও নেফাস অবস্থায় যিক্‌র ও দু'আর বিধান ।

  • সকাল এবং সন্ধ্যার অনেক গুলো দু'আ এবং কোন দু'আ কতবার পড়তে হবে, সনদ কী? সব কিছু সহ দেয়া আছে।

বইটি প্রকাশিত হয়েছে

যেসব বিক্রয়কেন্দ্রে বইটি পাওয়া যাচ্ছেঃ

রকমারি, ওয়াফিলাইফ, নাফিউন

যেসব ওয়েবসাইটে বইটি পাওয়া যাচ্ছেঃ

ওয়েব সাইট পরিদর্শন করুন
বইটি ডাউনলোড করুন: এখানে ক্লিক করুন