এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নসীহা প্রোগ্রাম-২০২৪
- প্রোগ্রাম শুরুর সময়: ৩১ মে, ২০২৪ @ ০৩:০০ পিএম
- প্রোগ্রাম শেষের সময়: ৩১ মে, ২০২৪ @ ০৬:০০ পিএম
- স্থান:দরাসাতুস সুন্নাহর মাঠ (ব্লক-সি, রোড-৩/বি, সানভ্যালি আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা)
-
0
দিন
-
0
ঘন্টা
-
0
মিনিট
-
0
সেকেন্ড
সদ্য এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীরা আর কয়েক মাসের মধ্যে তারা কলেজ জীবনে পা রাখবে। নতুন পরিবেশে পদার্পণ করবে। দোয়া করছি— তাদের নতুন জীবন কুসুমাস্তীর্ণ হোক।
আমরা চাই তারা শেকড়ের সঙ্গে যুক্ত থাকুক, দীনের সঙ্গে সম্পর্ক রেখে চলুক। এই লক্ষ্য সামনে রেখে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজন করছে ‘নসীহা প্রোগ্রাম।’ এই প্রোগ্রামে তাদের সঙ্গে ভাবনা-বিনিময় করব ইনশাআল্লাহ।
তারিখ: ৩১ মে, ২০২৪; শুক্রবার।
সময়: বিকাল ৩টা।
স্থান: মাদরাসাতুস সুন্নাহর মাঠ (ব্লক-সি, রোড-৩/বি, সানভ্যালি আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা)
অংশগ্রহণের পদ্ধতি: গুগল ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনসমূহ থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে ১০০জন এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণকে সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ মে, ২০২৪ (রাত ১২টা)