আল্লাহ আমাদের অভিভাবক

আল্লাহ আমাদের অভিভাবক

শিশুর লাভক্ষতি তার অভিভাবক যতটা বোঝেন শিশু কখনোই ততটা বোঝে না। ঠিক একইভাবে আমাদের লাভক্ষতিও আমাদের অভিভাবক মহান আল্লাহ আমাদের চেয়ে ভালো বোঝেন।
জীবন চলার পথে আমাদের চয়েজের চেয়ে আমাদের পালনকর্তার চয়েজ নিশ্চয় অনেক বেশি যথার্থ ও কল্যাণকর।
সুতরাং প্রত্যাশার বিপরীত কিছু ঘটলে হতাশ হবেন না। সুখে-দুঃখে সব সময় আস্থা রাখুন মহান রবের ওপর, যিনি উত্তম পরিকল্পনাকারী।