ইসরায়ের যুদ্ধাপরাধ
- ০১ জানুয়ারী, ২০২৪ @ ১২:০০ এএম
হাসপাতালে চিকিৎসারত নিরস্ত্র অসুস্থ মানুষের ওপর হামলা করা যুদ্ধাপরাধ তো বটেই, কাপুরুষতারও চূড়ান্ত। পরিহাস হলো, তথাকথিত অনেক শিক্ষিতরাও কাপুরুষদেরই সমর্থন করছে। তবে আমরা আশাবাদী, আজ হোক বা কাল কাপুরুষদের পরাজয় হবেই। মজলুমদের আকুতি আল্লাহ কবুল করবেন।