নসীহা

নসীহা

জীবনে সবচেয়ে বেশি সংশোধিত হয়েছি অন্যকে সংশোধন করতে গিয়ে।
যখনই কাউকে নাসীহা কিংবা সংশোধন করতে গিয়েছি, বিবেক সামনে এসে বলেছে, অন্যকে করা নসীহত বা সংশোধনীর প্রতিফলন নিজের জীবনে কতটুকু ঘটেছে?
তখন নিজের অপূর্ণতাগুলোর দিকে ফিরে তাকানোর এবং সংশোধিত হওয়ার অনুপ্রেরণা খুঁজে পেয়েছি।
অন্যকে করা নাসীহা হলো দেয়ালে ছোড়া বলের মতো। আপনি যতবার দেয়ালে বল ছুড়বেন, ততবার তা নিজের কাছেই ফিরে আসবে। বারবার।