স্কু্ল এবং মাদরাসা দুটো দুই ধরনের প্রতিষ্ঠান
- ০৪ ফেব্রুয়ারী, ২০২৪ @ ১২:০০ এএম
যারা সন্তানকে মাদরাসায় ভর্তি করান, তারা সচেতনভাবেই সন্তানকে ইসলামি মূল্যবোধ ও শরীয়া শেখানোর জন্য ভর্তি করান।
কিন্তু সেই মাদরাসায় যদি শিল্প-সংস্কৃতির নামে শরীয়া বিরোধী ঢোল-তবলা এবং হারমোনিয়াম চাপিয়ে দেয়া হয়, সেটা কি সন্তান এবং অভিভাবকদের ওপর জুলুম নয়?
জনসাধারণেন ওপর এই জুলুম করার অধিকার কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আছে?
যদি মাদরাসার স্বকীয়তা বজায় রাখার সদিচ্ছা না-ই থাকে, তবে বিপুল অর্থ খরচ করে শুধু শুধু এই প্রতিষ্ঠান রেখে লাভ কী! বন্ধ করে দিন এই প্লাটফরম। এতে জনগণ অন্তত বিভ্রান্তি থেকে বেঁচে যাবে।
শিল্প-সংস্কৃতি মানে কি শুধুই ঢোল-তবলা-হারমোনিয়াম? কোনো অভিভাবক কি ঢোল-তবলা শেখার জন্য সন্তানকে মাদরাসায় ভর্তি করে?
অনুগ্রহ করে এই স্বেচ্ছাচারিতা এবং হঠকারিতা বন্ধ করুন। নতুবা এভাবে চলতে থাকলে এই শিক্ষাব্যবস্থা থেকে জনগণ মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে।
সরকার-সহ সংশ্লিষ্ট মহল— কারো জন্যই সেটা সুখকর হবে না।