ব্যবসায়িক উদ্যোগ
- ০৮ জুন, ২০২৪ @ ১২:০০ এএম
ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের চিন্তা বহুদিনের। অবশেষে যে সিদ্ধান্ত নিয়েছি তা হলো, যেসব ছোট ছোট উদ্যোক্তা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন পণ্য উৎপাদন করেন এবং যাদের পণ্য, প্যাকেজিং ও মার্কেটিং শরিয়াহসম্মত, তাদের প্রোডাক্টগুলোকে একটি ছাদের নিচে নিয়ে আসার পরিকল্পনা করছি।
বিশেষত যথাযথ প্রচারের অভাবে যারা নিজেদের পণ্য বিক্রি করতে পারেন না, তাদের পণ্যসামগ্রীর সংগ্রহশালা গড়ে তুলতে চাই।
এতে পোশাক এবং হস্তশিল্প থেকে নিয়ে শিশুদের খেলনা সহ পর্যায়ক্রমে সব কিছুই থাকবে ইনশাআল্লাহ।
প্রথমে একটি আউটলেট এরপর অনলাইনে এসব পণ্য বিক্রয় করবে এই প্রতিষ্ঠান।
এই ব্যবসা প্রতিষ্ঠানটির জন্য একটি সুন্দর নাম প্রস্তাবের বিনীত আহ্বান করছি। কারো নাম নির্বাচিত হলে তাকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ।