হজের সফরে সেলফি
- ২৩ জুন, ২০২৪ @ ১২:০০ এএম
হজের সফরে গিয়ে ভিডিও কিংবা সেলফি রীতিমত মহাব্যাধিতে পরিণত হয়েছে। হজের সকল আনুষ্ঠানিকতায় আমরা এতবেশি ছবি তুলতে থাকি, যেন ইবাদত নয়, পর্যটনটাই মুখ্য। এতে শুধু নিজের ইবাদতই নষ্ট হয় না, অন্যের ইবাদতেও ব্যাঘাত সৃষ্টি করা হয়।
ইবাদত করতে গিয়ে যদি আমাদের পুণ্যের খাতা শূন্যই রয়ে যায়, তবে তার চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে?
এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য আপনার একটুখানি সদিচ্ছা ও সচেতনতাই যথেষ্ট।