বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদেরকে ৫ কোটি টাকা অনুদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদেরকে ৫ কোটি টাকা অনুদান


গুলিতে লিভার ফুটো হয়ে গেছে খালিদের। তার রুগ্ণ শরীর ঝাঝরা করেছে আট আটটি বুলেট। এর মধ্যে দুটো গুলি অপসারণ করা গেছে। এখনো সে ছয়টি গুলি শরীরে বহন করে হাসপাতালের বেডে কাতরাচ্ছে।



লক্ষ্মীপুর জেলার চররুহিতা গ্রামে খালিদের বাড়ি। লক্ষ্মীপুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ছে। বাবা এবং বড় ভাই শারীরিক প্রতিবন্ধী। পড়াশোনার পাশাপাশি খালিদ পার্টটাইম জব করে।



গত ৪ আগস্ট লক্ষ্মীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সে গুলিবিদ্ধ হয়। তড়িঘড়ি করে তাকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার লিভার আপারেশন হয়েছে। এখন সে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। ডাক্তারের ভাষ্যমতে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তার বাকি অপারেশনগুলো করা হবে।



খালিদের চিকিৎসার মূল খরচ হাসপাতাল বহন করছে। ওষুধ ও আনুষঙ্গিক খরচের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন খালিদের পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করেছে। অবস্থা বিবেচনা করে অনুদানের পরিমাণ আরো বাড়ানো হতে পারে। আমরা দোয়া করি, দ্রুত সুস্থ হয়ে খালিদ আবার তার পরিবারের হাল ধরুক।



উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদেরকে আস-সুন্নাহ ফাউন্ডেশন ৫ কোটি টাকা অনুদান দিচ্ছে। মন্তব্যের ঘরের লিংকে আপনার জানাশোনা হতাহত ব্যক্তির তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন।