বানের পানিতে যখন কোনো এলাকা ডুবে যায়

বানের পানিতে যখন কোনো এলাকা ডুবে যায়


বানের পানিতে যখন কোনো এলাকা ডুবে যায়, তখন সেই এলাকার পথঘাট, খালবিল ও ডোবানালা সব একাকার হয়ে যায়। রাস্তার দু পাশে কোনো চিহ্ন না থাকায় এ সময় ছোট-বড় অনেক দুর্ঘটনা ঘটে।



এই সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে রাস্তার দু ধারে গাছ লাগানো। এতে একদিকে যেমন আমাদের রাস্তাগুলো টেকসই ও পরিবেশ বান্ধব হবে, অপরদিকে যানবাহন ও পথচারীদের জন্য ল্যান্ডমার্ক ও রাস্তার সীমানা নির্দেশকের কাজ করবে।



পরবর্তী বৃক্ষরোপণের সময় আস-সুন্নাহ ফাউন্ডেশন এই ধরনের বৃক্ষহীন রাস্তার দু ধারে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনিও আপনার সাধ্য অনুযায়ী রাস্তার ধারে বৃক্ষরোপণ ও পরিচর্যার মতো সাদকায়ে জারিয়ায় শামিল হোন।