আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স
- ১৮ নভেম্বর, ২০২৪ @ ১২:০০ এএম
নবউদ্যমে শুরু হয়েছে আপনাদের স্বপ্নের মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কর্মযজ্ঞ। বেশ আগেই পাইল প্রস্তুত সম্পন্ন হলেও ডিজাইনে কিছু পরিবর্তন আসায় মাঝখানে স্থগিত রাখা হয়েছিল নির্মাণকাজ। আলহামদুলিল্লাহ, এখন মাটিতে পাইল পোঁতার কাজ চলছে।
এখন থেকে নির্মাণকাজ বিরতিহীনভাবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ অনুগ্রহে খুব শিগগিরই দৃশ্যমান হতে শুরু করবে আপনাদের আকাঙ্ক্ষিত কমপ্লেক্সের অবয়ব।