১লা রমযান

১লা রমযান


নতুন চাঁদের রোশনিতে শুরু হলো ইবাদতের বসন্তকাল। পাপের অন্ধকার মুছে পুণ্যের আলোয় জীবন ভরিয়ে তোলার আরো একটি সুযোগ এল আমাদের সামনে। আহলান, সাহলান শাহরু রমাদান।



এ মাসের যাবতীয় কল্যাণ-বৃষ্টিতে সিক্ত হোক আমাদের শুষ্ক উঠোন—এই পবিত্র ক্ষণে মহান রবের কাছে সেই প্রার্থনা করি।