অন্ধ তরুণের অদম্য ইচ্ছার গল্প
- ২৪ মার্চ, ২০২৫ @ ১২:০০ এএম
জীবন চলার পথে মহান আল্লাহ আমাদেরকে এমন সব বিস্ময়ের সামনে দাঁড় করিয়ে দেন, যার মুখোমুখি হলে স্রেফ অভিভূত হয়ে পড়তে হয়। আমাদের অফিসে তেমনই এক অভিভূত হওয়ার মতো ঘটনা ঘটেছে আজ।
আপনারা জানেন, ৩ টি উমরাহ-সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার সংবলিত কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। সেই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন এমন এক অদম্য তরুণ, যিনি জন্মান্ধ।
বাবার সাথে তিনি আজ আমাদের অফিসে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। এই তরুণই জন্ম দিয়েছেন বিস্ময়ের।
তরুণের নাম সিয়ামুল ইসলাম। অদম্য চেষ্টায় তিনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অবাক করা বিষয় হলো, কম্পিউটার থেকে শুনে শুনে তিনি কুরআন হিফজ করেছেন।
আমরা শুনতে চাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চমৎকার কণ্ঠে সুরা আলে ইমরান থেকে তেলাওয়াত করে শোনালেন।
চোখে আলো না থাকা সত্ত্বেও দীনের প্রতি তার দরদ এবং সেই দরদ থেকে কুরআন প্রতিযোগিতায় অংশ নেয়ার এই ঐকান্তিক প্রচেষ্টা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। তার এই প্রচেষ্টা ও দরদকে আমরা স্বাগত জানাই।
আপনাদের প্রতি নিবেদন—এক জন্মান্ধ তরুণ, যিনি চোখে দেখেন না, তারপরও কুরআনের ভালোবাসায় তিনি যদি কুরআন প্রতিযোগিতায় অংশ নেন, তবে সুস্থ-সবল আপনি কেন নন?