ঈদের ছুটিকে স্বর্ণময় করে তুলুন

ঈদের ছুটিকে স্বর্ণময় করে তুলুন


ঈদের ছুটিকে আড্ডায় কিংবা ঘুমিয়ে নষ্ট না করে একে স্বর্ণময় করে তুলুন। আপনার সন্তানকে গ্রামের নতুন পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দিন।



বিশেষ করে গ্রামের দরিদ্র কৃষক, কঠোর সাধনায় কঠিন মাটির বুক থেকে যারা সোনার ফসল বের করে আনেন, আপনার সন্তানের তাদের সাথে পরিচয় হওয়া উচিত।



এই পৃথিবী শুধু ধনীদের জায়গা নয়, মুদ্রার অপর পিঠের মতো এখানে অসংখ্য অভাবী, দারিদ্র্যপীড়িত খেটে খাওয়া মানুষ বসবাস করে, এটাও স্বচক্ষে প্রত্যক্ষ করা এবং তাদের সুখ-দুঃখের কথা শোনা উচিত আপনার সন্তানের।



আবার বর্তমান তরুণ প্রজন্ম বড়দের একান্ত সান্নিধ্য থেকে বঞ্চিত। ঈদের ছুটিতে গ্রামে বসবাসকারী দাদা-চাচার সান্নিধ্যে রাখুন আপনার সন্তানকে। বড়দের জীবনে অভিজ্ঞতার যে সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেটা আপনার সন্তানের জীবনে জানাশোনার নতুন এক দিগন্ত উন্মোচিত করবে।



এর ফলে একদিকে যেমন আপনার সন্তান প্রকৃত শিক্ষিত মানুষ হয়ে বেড়ে উঠবে, অপর দিকে গ্রামের বর্ণিল পরিবেশ আপনার সন্তানকে মানবিক, সংবেদনশীল, দরদী মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে।



হিংসার কাঁটা বিছানো পৃথিবীতে ভালোবাসার ফুল ফুটানোর জন্য এ ধরনের মানবিক, দরদী মানুষের অনেক বেশি প্রয়োজন।