শিশুদের ঈদ হোক মুক্ত বাতাসে

শিশুদের ঈদ হোক মুক্ত বাতাসে


বদ্ধ ঘরে নয়, আমাদের শিশুরা ঈদ উদযাপন করুক মুক্ত বাতাসে। মোবাইলে ডুবে থেকে নয়, হৈ হুল্লোড় করে কাটুক তাদের ঈদ।



আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঈদ আনন্দ আয়োজনে ট্রেনসহ শিশুদের সব রাইড জুমাবার পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আজ এবং আগামী তিনদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিনামূল্যে যে কেউ শিশুদের নিয়ে আসতে পারবেন।



বিকেল তিনটা থেকে প্রতি আধঘন্টা পরপর আফতাব নগর গেট থেকে ঈদগাহ মাঠে বিনামূল্যে যাতায়াতের জন্য মাদরাসাতুস সুন্নাহর বাসের ব্যবস্থা থাকবে ইন শা আল্লাহ।