আছিয়া হত্যার রায় ১৭ মে, ২০২৫ @ ১২:০০ এএম আছিয়া হত্যা মামলার রায় দ্রুততম সময়ে হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ। আশা করি, অবিলম্বে রায় কার্যকরও হবে। তবে কেবল হিটু শেখ নয়, প্রভাবশালী আসামীদের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা বজায় থাকবে—এই প্রত্যাশা করি। অপরাধ করে পার পাওয়া যাবে না, এটা বার বার এ দেশে প্রমাণিত হোক।