জিলহজের প্রথম দশক
- ২৭ মে, ২০২৫ @ ১২:০০ এএম
চুপি চুপি আবারও আসতে চলেছে ইবাদতের সবচেয়ে অবহেলিত বসন্তকাল—জিলহজের প্রথম দশক। এটাই বোধহয় একমাত্র বসন্তকাল, যা পেয়েও আমাদের হৃদয় আন্দোলিত হয় না। আমরা যদি এর মহিমা অনুভব করতাম, তবে রমাদানের মতোই একে বুকে আগলে নিতাম।
আসুন, এই দিনগুলোর কদর করি, আমলের শূন্য উদ্যানে সবুজ বৃক্ষ রোপণ করি।