কুরবানীর বর্জ্য পরিষ্কারের দায়িত্ব আপনার
- ০৩ জুন, ২০২৫ @ ১২:০০ এএম
যে ইসলাম কুরবানীর বিধান দিয়েছে, সেই ইসলাম পবিত্রতা ও পরিচ্ছন্নতারও শিক্ষা দিয়েছে। আপনার পশুর মলমূত্র, রক্ত, নাড়িভুঁড়ি ইত্যাদি যদি কারো অস্বস্তি কিংবা অসুস্থতার কারণ হয়, সেটা আপনার কুরবানীকে অর্থহীন করে দিতে পারে।
তাই আসুন, পবিত্র হৃদয়ে কুরবানি করি, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি।