জুতাশিল্পে উদ্যোক্তা কোর্স
- ০৩ জুলাই, ২০২৫ @ ১২:০০ এএম
জুতাশিল্পে উদ্যোক্তা কোর্সের প্রশিক্ষক এসেছিলেন অফিসে। উপহার দিয়েছেন প্রশিক্ষণার্থীদের বানানো জুতা। নিজেদের ছাত্রদের বানানো জুতা পরার অনুভূতিই অন্যরকম।
আমাদের প্রশিক্ষণার্থীরা জুতা তৈরিতে দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হয়ে উঠুক, তাদের বানানো জুতা ছড়িয়ে পড়ুক আপনাদের পায়ে পায়ে; এটাই আমাদের জুতা শিল্পে উদ্যোক্তা কোর্সের লক্ষ্য।