ডেঙ্গু
- ১০ জুলাই, ২০২৫ @ ১২:০০ এএম
ডেঙ্গুর ভয়াবহতা দিনদিন বেড়েই চলেছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ জন্য গণমাধ্যমের প্রচার-প্রচারণার চেয়ে মসজিদের মিম্বরগুলোর ব্যবহার অধিক কার্যকর।
ইমাম-খতীবদের মতো সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ আর কারো হয় না। রাষ্ট্র যদি মিম্বরগুলোকে কাজে লাগায় এবং ইমাম-খতীবদের মাধ্যমে চলমান এ দুর্যোগ মোকাবিলায় উদ্যোগ নেয়, তবে সেটা হবে সব থেকে কার্যকর পদ্ধতি।
মসজিদ থেকে কেবল সচেতনতা সৃষ্টিই নয়, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মধ্যমেও ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব।