হিজাব-পর্দা নিয়ে অস্থিরতার স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন
- ৩১ অগাস্ট, ২০২৫ @ ১২:০০ এএম
ধর্ম পালন নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার। ড্রেসকোডের খোঁড়া অজুহাত তুলে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা সংবিধান পরিপন্থী কাজ।
পাগড়ি শিখদের ধর্মীয় প্রতীক। পাগড়ি পরে তারা যদি পৃথিবীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে, এমনকি বিভিন্ন বাহিনীতে চাকরি করতে পারে, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হিজাব-নিকাব পরে মেয়েরা কেন পড়াশোনা করতে পারবে না!
তাই রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের উদাত্ত আহ্বান— ড্রেসকোডের অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক ব্যবহারে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জারি করা হোক।