র‍্যাগ ডে নয়, বিদায়ী শিক্ষার্থীরা করলো নসীহা প্রোগ্রাম

র‍্যাগ ডে নয়, বিদায়ী শিক্ষার্থীরা করলো নসীহা প্রোগ্রাম

যেকোনো বিদ্যালয়ের একটি স্তর শেষ করে বিদায় নেয়ার সময় নাচ-গান করে র‍্যাগ ডে পালন যেন নতুন কালচার হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমাধাচের এই অনুষ্ঠান নিয়ে রয়েছে ব্যাপক সমালোচনাও। তবে এবার ভিন্ন এক বিদায়ের দেখা মিলল ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। র‍্যাগ ডের পরিবর্তে বিদায়ী শিক্ষার্থীরা আয়োজন করল নসীহা প্রোগ্রামের।


আলোচনা করছেন শায়খ আহমাদুল্লাহ।
আলোচনা করছেন শায়খ আহমাদুল্লাহ।


ধ্রুপদী-৬ ব্যাচের বিদায় উপলক্ষে নসীহা আয়োজিত নসীহা প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন দেশের স্বনামধন্য ইসলামী আলোচক ও চিন্তক শায়খ আহমাদুল্লাহ। গত ১৪ই মে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেমনার অনুষ্ঠিত হয়। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ উপার্জনে হালাল-হারাম বিষয়ে ইসলামী দৃষ্টিকোণ ব্যাখ্যার পাশাপাশি নৈতিকতা বিষয়ে আলোচনা করেন। এছাড়াও যুব সমাজের অধঃপতনের কারণ ও প্রতিকার সহনানাবিধ সমসাময়িক বিষয় সম্পর্কে আলোচনা করেন তিনি।





সেমানারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান। শ্রোতাদের মধ্যে কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ ছাত্র-শিক্ষকদের সমসাময়িক প্রশ্নেরও উত্তর দেন।


কলেজন অধ্যক্ষসহ শ্রোতাদের সঙ্গে শায়খ আহমাদুল্লাহ।
কলেজ-অধ্যক্ষসহ শ্রোতাদের সঙ্গে শায়খ আহমাদুল্লাহ।