"আগেকার রাজা-বাদশা কিংবা অন্য কোনো মনীষী এরকম কোনো আদর্শ রেখে যাননি, যা আজও মানুষকে মুক্তির পথ দেখায়। পক্ষান্তরে প্রিয়নবী (সা.) এরকম সুমহান আদর্শ রেখে গেছেন। যুগ যুগ ধরে যা মানুষকে মুগ্ধ ও মোহিত করে রেখেছে। কিয়ামত পর্যন্ত রাখবে ইন-শা-আল্লাহ। এটাই মুসলিমদের রাসূল-প্রেমের কারণ, ইসলাম-বিদ্বেষীদের গাত্রদাহের কারণও এটাই।"
- শায়খ আহমাদুল্লাহ