"ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই। এইটুকু জীবন কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে। কিন্তু যারা ঠকিয়েছিল, প্রতারণা করেছিল, হক নষ্ট করে ছিল, তারা কীভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে নেবে? ঠকিয়ে যারা ভাবছে জিতে গেল, তারা বোকার স্বর্গে বাস করছে।"
- শায়খ আহমাদুল্লাহ