"আল্লাহর নৈকট্যলাভ ও দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় রাতের শেষ প্রহর। রমজান উপলক্ষ্যে শেষ রাতে আমাদের উঠতেই হয়। সেই সুযোগে আমরা যদি সাহরির আগে-পরে দু-চার রাকাত তাহাজ্জুদ পড়ি, নির্জনে দোয়া ও মুনাজাতে মশগুল হই, তবে এই সামান্য সময়ের রাত্রিজাগরণ ও মিনতি আমাদের রমজানকে সার্থক করে দিতে পারে।"
- শায়খ আহমাদুল্লাহ