"হে যুবক, এ সংস্কৃতি তোমার নয়। তোমার রব তো তোমাকে সবচেয়ে সমৃদ্ধ সুমহান সংস্কৃতি দিয়েছেন ইসলামে। গভীর রাতে হারামে হারিয়ে, অপচয় করে, ভোগের উম্মাদনায় লিপ্ত হয়ে সারা বছর ভালো থাকার এই ভ্রান্ত বিশ্বাস ছিল অগ্নিপূজক ও প্যাগানদের। যেটাকে তুমি আবেগ বা সাংস্কৃতি বলছ, সেটা মূলত বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের ব্যবসার পণ্য! এই অপসংস্কৃতির আড়ালে ওরা তোমার সম্পদ ও চেতনা-দুটোই হরণ করছে। একটু চোখটা মেলো প্লিজ।"
- শায়খ আহমাদুল্লাহ