"আবেগ অনেকটা সফট ড্রিংকসের ঝাঁজের মতো। বেশি সময় থাকে না। অন্তরে যে আবেগ আছে সেটা বৈধ ভালোবাসার জন্য জমিয়ে রাখুন। আবেগ ও প্রেম যদি দুই নম্বর ভালোবাসায় খরচ করে ফেলেন তাহলে এক নম্বর ভালোবাসা যখন শুরু হবে তখন আপনার ভালোবাসার পুঁজিতে টান পড়বে।
সুতরাং হারাম রিলেশনকে ‘না’ বলুন, পবিত্রতার পথে অবিচল থাকুন।"
- শায়খ আহমাদুল্লাহ
- শায়খ আহমাদুল্লাহ