"আমাদের জীবনের মুহূর্তগুলোকে যদি একত্র করে ফিল্ম আকারে প্রদর্শন করা হয়, তবে কি সেই ফিল্ম সপরিবারে এবং সকল মানুষের সঙ্গে বসে দেখার মতো হবে? উত্তর যদি না-বাচক হয়, তাহলে আসুন— এখনি জীবনের ভালো ফিল্ম তৈরির পথে চলতে শুরু করি। এমন একটি জীবন যাপন করি, তাকে ফিল্ম বানালে যেন সপরিবারে দেখার মতো ফিল্ম হয়। সবার সামনে নিজেকে যেভাবে প্রদর্শন করি, বাস্তবেও তেমন হয়ে ওঠার চেষ্টা করি।"
- শায়খ আহমাদুল্লাহ