রমযানে শয়তানকে পরাস্ত করতে হবে

রমযানে শয়তানকে পরাস্ত করতে হবে

শায়খ আহমাদুল্লাহ


পিঠাপিঠি দুই ভাই। ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের ফাইট হয় প্রায়ই, খুনসুটি লেগেই থাকে। ছোটকে সব সময় কুপোকাত করে বড় ভাই। মাঝেমধ্যে ছোট পুত্রের প্রতি মায়া হয় বাবার। বাবা তাই হঠাৎ হঠাৎ বড়টাকে ধরে রেখে পিচ্চিকে ইশারা করেন—তুমি এবার সুযোগ কাজে লাগাও।


পিচ্চি তখন আচ্ছামতো মনের ঝাল মিটিয়ে জেতার তৃপ্তি নিয়ে বাবার নিরাপদ ছায়ায় আশ্রয় নেয়। তারপর বড়জনকে ছেড়ে দেন বাবা।


শয়তানের সঙ্গে আমাদের লড়াই চিরন্তন। সে চায় আমাদেরকে জাহান্নামে নিতে, আর আমাদের প্রকৃতি চায় জান্নাতে যেতে। শয়তান বয়স ও শক্তিতে আমাদের চেয়ে অনেক বড়। তাই বেশিরভাগ লড়াইয়ে সে আমাদেরকে হারিয়ে দেয়। আমাদের মাধ্যমে অন্যায় করায়।


আল্লাহ তাআলা আমাদের ওপর রহম করে প্রতি বছর একবার (রমযানে) শয়তানকে বেঁধে রাখেন। উদ্দেশ্য— আমরা যেন এই সুযোগে তাকে হারিয়ে দিই। ভাইকে হারাতে না পারলে কিছু এসে যায় না, কিন্তু শয়তানকে হারাতে না পারলে তো জান্নাত হারাতে হবে! এ তো বাঁচা-মরার লড়াই!


জীবনের সকল ক্ষেত্রেই আমরা জিততে চাই। যে কোনো পরাজয় আমাদেরকে বিমর্ষ করে। শুধু একটি জায়গা, শয়তানের কাছে হারলে আমাদের কোনো লজ্জা বা আফসোস হয় না, এটা খুবই দুঃখজনক ব্যাপার।


বাবার চেয়েও বহু দয়ালু রব্বে কারীমের দেয়া এই মোক্ষম সুযোগেও যদি আমরা শয়তানকে কুপোকাত করতে না পারি, তবে আর কোনো দিনই কি পারব?


শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে সংগৃহীক।