তালাকের আগে ভাবুন
২৬ অক্টোবর, ২০২৫, দুপুর ১১:০৫
দিন যত যাচ্ছে তালাকের প্রাদুর্ভাব ততই বাড়ছে। তুচ্ছ তুচ্ছ কারণে ভেঙে যাচ্ছে ফুলের মতো সাজানো সংসার।
তালাক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, এদেশের মানুষের জন্য আমরা এই পুস্তিকাটি রচনা করেছি।
আমরা চাই—তালাক দেয়ার পরে নয়, বরং তালাক দেয়ার আগে সবাই যেন একটু ভাবে, থামে এবং চিন্তা করে।
পুস্তিকাটি কাছের মানুষদের মাঝে বিতরণ করতে চাইলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসে এসে ২০ কপি বিনামূল্যে নিতে পারবেন। এর বেশি নিতে হলে ৭ টাকা প্রিন্টিং কস্ট দিয়ে নিতে হবে।
এখান থেকে ডাউনলোড করেও পড়তে পারেন।
বইটি ডাউনলোড করুন: এখানে ক্লিক করুন