মানবতার ধ্বজাধারীদের আসল মুখোশ উন্মোচন করেছে ফিলিস্তিন : দক্ষিণ কোরিয়ায় ইসলামিক কনফারেন্সে শায়খ আহমাদুল্লাহ
৪ অক্টোবর, ২০২৫, রাত ১২:০০
Sheikh Ahmadullah
রোমের কলোসিয়াম থেকে নিয়ে আজ পর্যন্ত মানব ইতিহাসে বহু বর্বর ঘটনা ঘটেছে। তবে আজকের পৃথিবীতে ফিলিস্তিনের গাজায় যে নৃশংস নির্মমতা চলছে—এটি ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ঘটনা। পুরো পৃথিবীবাসী যেন গাজা নামক একটি স্টেডিয়ামের চারপাশে বসে আছে, আর স্টেডিয়ামের ভেতরের এই ভূখণ্ডটুকুতে আয়োজন করে উৎযাপনের সাথে তিলে তিলে কিছু মানুষকে নিষ্পেষণ করা হচ্ছে।
আজ ৪ অক্টোবর (শনিবার) দক্ষিণ কোরিয়ার সংউরি মসজিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৩য় বার্ষিক ইসলামিক কনফারেন্স। এতে আলোচক হিসাবে ছিলেন জননন্দিত ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী। শায়খ আহমাদুল্লাহ ‘মুসলিম আত্মপরিচয় সংরক্ষণ ও আধুনিক যামানার চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তব্যে এসব কথা বলেন।

কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের এই আয়োজনে তিনি বলেন, ‘মুসলিম পরিচয় কেবল নাম বা বংশপরিচয়ের জন্য নয়, এটি একটি মহান দায়িত্ব। আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মুসলমানদের উচিত নিজের আত্মপরিচয়কে দৃঢ়ভাবে ধরে রাখা এবং আধুনিক বিশ্বের সকল চ্যালেঞ্জের মুখে ঈমানের ওপর সুদৃঢ় থাকা।’

এছাড়াও বিদেশের মাটিতে মুসলিম আইডেন্টিটি সংরক্ষণ এবং ঈমান ও তাকওয়ার সাথে সততাপূর্ণ জীবনযাপনের ব্যাপারে কোরিয়াস্থ প্রবাসী বাংলাদেশিদের উদ্দ্যেশ্যে শায়খ আহমাদুল্লাহ কুরআন-সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব এম জামান সজল। উপস্থিত ছিলেন বাংলাদেশের মান্যবর রাষ্টদূত তৌফিক ইসলাম শাতিল। আরো উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশি মসজিদসমূহের ইমামগণ এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃত্বশীল ব্যক্তিবর্গ।