news

দেশে-বিদেশে শায়খ আহমাদুল্লাহ

১০ মে, ২০২৫, রাত ১২:০০

আধুনিক সময়ে দাওয়াতি কার্যক্রম বুদ্ধিবৃত্তিক ও প্রজ্ঞাপূর্ণভাবে উপস্থাপনের ক্ষেত্রে শায়খ আহমাদুল্লাহ অনন্য ভূমিকা পালন করছেন। বাংলাদেশের জনপ্রিয় এই আলেম দেশে-বিদেশে নিরলস ইসলামের বার্তা ছড়িয়ে যাচ্ছেন।

থাইল্যান্ডের ব্যাংককে

ইতোমধ্যে দাওয়াতি কাজের অংশ হিসেবে জাপান, ভারত, আরব আমিরাত, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, মালয়েশিয়া, থাইল্যান্ড, কাতার, নিউজিল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, চেক রিপাবলিক, পোল্যান্ড, ডেনমার্ক, হংকং, কেনিয়া ও উগান্ডা আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

কাতারে ওলামা সমাবেশে।


এসব অনুষ্ঠানে তিনি ইসলামের মৌলিক দর্শন, শিক্ষা, আদর্শ, মানবিকতা, মনুষ্যত্ব ও মূল্যবোধ বিষয়ক একাধিক বক্তব্য প্রদান করেছেন। অনুষ্ঠানগুলোতে মুসলিম যুবসমাজের অংশগ্রহণ ছিল আশাজাগানিয়া।

নিউজিল্যান্ডে

দেশেও শায়খ আহমাদুল্লাহ দাওয়াতি কাজে বিশেষভাবে সক্রিয়। মাহফিল-সেমিনার, দীনি হালাকাহ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলাম ও আধুনিক বিশ্বব্যবস্থা, বিজ্ঞান ও বিশ্বাসের সংযোগ, আত্মশুদ্ধি, পরিশুদ্ধ জীবনযাপন এবং সীরাত শীর্ষক আলোচনাগুলো মানুষের চিন্তা জগতে বিশেষভাবে নাড়া দিচ্ছে। শায়খ বলেন, ‘ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়, ইসলাম পরিপূর্ণ এক জীবনব্যবস্থা।’

জার্মানির বার্লিনে

একতা, সহনশীলতা, বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবেমিলে আদর্শ সমাজ গড়ার প্রত্যয়ে শায়খ আহমাদুল্লাহ অবিরাম দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ইতালির মিলানে।

বর্তমান বিশ্বে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করার প্রবণতা যখন বেড়েছে, সেই সময়ে শায়খ আহমাদুল্লাহর ইসলামের সত্য ও সার্বজনীন বার্তা তুলে ধরার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখছেন।